Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকাররা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১১:১২ পিএম

চবির ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকাররা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ অ্যান্ড ইম্পাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ।

তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। 

শনিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করা হয়।

সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘TEAM ICREW. Indian Cyber Research and Empower Wing. If you think you are advanced than us” your cyber space is nothing infront of indian hackers.’

চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, বিকাল ৪টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েকটি ওয়েবসাইট একই সঙ্গে হ্যাক করে ভারতীয় হ্যাকাররা। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি।

তিনি আরও বলেন, হ্যাকাররা শুধুমাত্র ইনডেক্স পেজটা হ্যাক করতে সক্ষম হয়েছিল। দ্রুত আমরা সবকিছু যাচাই করে ওয়েবসাইট খুলে দিয়েছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম