Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিতে প্রথমবর্ষের প্রথম ক্লাস মঙ্গলবার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৯:৫০ পিএম

রাবিতে প্রথমবর্ষের প্রথম ক্লাস মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার।

এ দিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার ডেপুটি-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।

তিনি আরও  জানান, ইতিমধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

এ দিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত বছরের ২১ ও ২২ অক্টোবর তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর থেকে নির্বাচিত ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় ১৫ জানুয়ারি। 

শীতকালীন ছুটি শেষে ক্লাস শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ শেষে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এর আগে ১২ দিনব্যাপী ছুটি শুরু হয় ৫ জানুয়ারি।

এ তথ্য নিশ্চিত করেছেন রাবি জনসংযোগ দফতর প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার। 
 
তিনি আরও জানান, শীতকালীন ছুটি ১৬ জানুয়ারি শেষ হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় ১৯ জানুয়ারি রোববার থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম