Logo
Logo
×

শিক্ষাঙ্গন

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:৩৭ এএম

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ। ছবি-যুগান্তর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

রোববার সকাল সাড়ে ৯ টায় একটি মিছিল বাটাসিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে গিয়ে শেষ হয়। 

এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। 

গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদও জানানো হয় মিছিলে। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, বিপ্লব পাটোয়ারী, শোয়েবুর রহমান শোয়েব, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, ক্রীড়া সম্পাদক কবির শিকদার, অর্থ সম্পাদক আবদুল কাইউম রুপম, সহ দফতর সম্পাদক গোলাম রাব্বানী, সহপ্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহআইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহসাংস্কৃতিক সম্পাদক এম এ হান্নান মিয়া, সহশিক্ষা সম্পাদক এবি সিদ্দিক, সদস্য ইমাম মুসুল্লি অভি, জুবায়ের হোসেনসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম