ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পেলেন ফাহিমা খাতুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ পিএম
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ ৩৩ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু মুছা আনছারি জানান, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময় তিনি আরও জানান ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসন থেকে একাধিকবার নির্বাচিত বর্তমান এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটি সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একান্ত প্রচেষ্টায় 'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া' নামে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জানুয়ারি থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।