Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার কামালউদ্দীন আহমদ জগন্নাথ

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৬:১৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার কামালউদ্দীন আহমদ জগন্নাথ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড . কামালউদ্দীন আহমদ।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড.কামালউদ্দীন আহমদ আগামী চার বছর ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নিয়োগ বাতিল করবেন। তিনি তার আইন অনুযায়ী সম্মানী প্রাপ্ত হবেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তিনি ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।
       
উল্লেখ্য, কামালউদ্দীন আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বর্তমানে জামালপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম