Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সিআইইউতে ‘ওপেন ডে’ যেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিলনমেলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৫:০৯ পিএম

সিআইইউতে ‘ওপেন ডে’ যেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিলনমেলা

ক’দিন ধরেই অপেক্ষা। ফেসবুকে মাতামাতি। দলবেঁধে পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়া নিয়ে ছিল দিনভর উচ্ছ্বাস। আনন্দ আর উৎসবমুখর পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ২০২০ সালের স্প্রিং সেমিস্টারের ‘ওপেন ডে’।

নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

এই সময় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, সিআইইউর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, প্রতিবারের মতো এবারও সিআইইউর ওপেন ডে যেন পরিণত হয় ভর্তিচ্ছুদের মিলনমেলায়। 

অনুষ্ঠানে ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জবের দারুণ সুযোগ, স্কলারশিপ, ক্যাম্পাস ট্যুর, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ অনেক কিছু।

শুভেচ্ছা বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আগামী দিনে বড় চ্যালেঞ্জ। শিক্ষা জগতে ভিন্ন ধারার মনোবৃত্তি তৈরি করতে সিআইইউ নিজেকে একটি বিশেষায়িত ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

সৃজনশীলতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা সমাজকে আলোকিত করবেন-এমনটা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্টার আনজুমান বানু লিমা প্রমুখ।

ওপেন ডে’তে ভর্তি হতে চট্টগ্রাম ও শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাতকানিয়া থেকে আসা মো. হাবিবুর রহমান নামের একজন অভিভাবক বলেন, আমার পছন্দ ছিল মেয়ে ল পড়বে। কিন্তু সে ইংরেজিতে ফরম নিয়েছে। মেয়ের ইচ্ছার জয় হয়েছে।

আমিনুল হক রাব্বি নামের সিআইইউর একজন বর্তমান শিক্ষার্থী তার ছোট ভাইকে বিবিএতে ভর্তি করাতে এসেছেন। তিনি বলেন, আমি নিজেও এখানে পড়ছি। শিক্ষার পরিবেশটা সত্যিই অসাধারণ। 

ভাইকে কাছে রেখে পড়ানোর আনন্দটা অন্যরকম। পড়ালেখার পাশাপাশি গবেষণামূলক কার্যক্রমে অধিক মনোযোগী সিআইইউ।

এখানে শিক্ষার গুণগত পরিবেশ ছাড়াও রয়েছে ক্লাব কার্যক্রম, অ্যামেরিকান কর্নার, উন্নত ল্যাব, বড় গ্রন্থাগারসহ নানান সুযোগ সুবিধা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম