Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মারধরকারী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৪ পিএম

মারধরকারী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মারধরকারী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা। ছবি-যুগান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধর করা র‌্যাব সদস্যদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে পুরান ঢাকার রায়সাহেববাজার মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান নেন তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর র্যাবের হামলা ও মারধরের ঘটনায় অতিদ্রুত বিচার করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

মারধরে জড়িত র‌্যাব সদস্যদের সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। 

এ সময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।

ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জবি উপাচার্য র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে কথা বলেছেন। র‌্যাব মহাপরিচালক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যদি বিচার করা না হয় তা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম