ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের নির্বাচিত যত বই, ইতিহাস ধরব তুলে, বই যাবে তৃণমূলে’ স্লোগান নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।
শ্রাবণ প্রকাশনী আয়োজিত মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা রোববার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অধ্যাপক ড. সাদেকা হালিম (ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. জোবায়দা নাসরিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, অতিথি কবি মাজহার সরকার ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান।
শ্রাবণ প্রকাশনী আয়োজিত মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা গত ৬ মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছে।