Logo
Logo
×

শিক্ষাঙ্গন

৩৭তম বিসিএসের ৯৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৬:১৫ পিএম

৩৭তম বিসিএসের ৯৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ

পিএসসি ভবন। ফাইল ছবি

৩৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার হিসেবে যারা নিয়োগ পাননি, তাদের মধ্য থেকে ৯৯ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সুপারিশ করেছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

এর আগে ১৩ মার্চ ৩৭তম বিসিএস থেকে ৫৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়। এর মাধ্যমে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৬৭৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করল পিএসসি।

নন-ক্যাডার

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম