
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
ফাযিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৯:১৫ পিএম

আরও পড়ুন
পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৬ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাযিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলে পাশের হার ফাযিল ২য় বর্ষে (অনিয়মিত) ৮৪ দশমিক ১৯ শতাংশ এবং ফাযিল ৩য় বর্ষে ৯৮ দশমিক ১০ শতাংশ। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাস করেছে ৮৯ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। উভয় পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি বলে জানা গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নিকট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে। প্রকাশিত ফল পুনবিবেচনা করতে হলে অগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
জানা গেছে, ফাযিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট ৪ হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭২২ শিক্ষার্থী। এছাড়াও ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী।
একইসঙ্গে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৮৫১ জন।
ফল হস্তান্তরকালে কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আকবর হোসেন, প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মেহের আলী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, পরীক্ষা গত বছরের ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।