Logo
Logo
×

শিক্ষাঙ্গন

দেড় মাস বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০১৯, ০১:০০ পিএম

দেড় মাস বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোট ৪৭ দিনের ছুটি শুরু হচ্ছে ৮ মে বুধবার। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।  

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাবি প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ১ জুন পর্যন্ত রাবির অফিস খোলা থাকবে। 

আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

এদিকে দীর্ঘ ছুটিতে আবাসিক হল খোলা থাকার বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, এখনও প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে সিদ্ধান্ত  নেয়ার পরে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম