Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নুসরাত হত্যা: নতুন ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি দাবি

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২৫ পিএম

নুসরাত হত্যা: নতুন ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি দাবি

নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনীর মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই মানববন্ধন করে।

মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধন থেকে নুসরাত হত্যার জন্য ব্যাপক প্রতিবাদ না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রোকনুজ্জামান রবিউলের সভাপতিত্বে মাহমুদুল ইসলাম মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর শাখার আহ্বায়ক ওয়াদুদ সাদমান, রুমন বকশি, রায়হান শরীফ,আলমগীর কবির, হানিফ খান সজিব।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল।

ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘গত পাঁচ বছরে বাংলাদেশে সাড়ে তিন হাজার ধর্ষণ হয়েছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার হয়নি। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির কারণে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।’

তিনি বলেন, আমার কোনো মা-বোন যদি নির্যাতনের শিকার হয় তাহলে শিক্ষক শিক্ষার্থীরা আর বসে থাকবে না। নুসরাত হত্যার বিচার না হলে এই ঘটনা আবার ঘটবে।

আসাদুজ্জামান মণ্ডল বলেন, ‘নুসরাত মারা গেছে। আমরা চাই না আর কেউ নুসরাত না হোক। নুসরাত আমাদের প্রতিবাদ করতে শিখিয়ে গেছে। আমরা প্রতিবাদ অব্যাহত রাখব। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তিনি হত্যার বিচার দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসী ধর্ষকদের বিচার এ বাংলার মাটিতে হতে হবে, নয়তো তারা বারবার এ ধরনের ঘটনা ঘটাবে।

শিক্ষার্থীরা আরও বলেন, অদ্ভুত এক বিচারহীনতার মধ্যে আছি আমরা। আমরা বিচার পাচ্ছি না। তনু চলে গেল, নুসরাত চলে গেল। আমার মা-বোনের নিরাপত্তা দিতে না পারার দায় কে নেবে। নুসরাত হত্যার বিচার যদি দ্রুত না হয় তাহলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। শিক্ষার্থীরা নুসরাতের খুনিদের কঠোর শাস্তির দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম