Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে: নবীন শিক্ষার্থীদের রাবি ভিসি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৫:০৬ পিএম

নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে: নবীন শিক্ষার্থীদের রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. এমআব্দুস সোবহান বলেছেন, বিদ্যা অর্জন করলেই বিদ্বান হওয়া যায় না। বিদ্যা অর্জন করে কেবলমাত্র সনদ দেখানো যায়, কিন্তু শিক্ষিত হয়ে কেউ সনদ দেখাতে পারবে না। তাই প্রকৃত শিক্ষিত হতে হবে।

পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০১৮-১৯ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিসি।

তিনি বলেন, বর্তমান সময়ের মানুষ স্বার্থপরতার সংস্কৃতি চর্চা শুরু করেছে। সেই স্বার্থপরতা থেকে বের হয়ে তোমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ জন্য ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নবীনবরণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম এ বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক প্রমুখ।

এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফাইন্যান্স বিভাগের খন্দকার অভিষেক ইবনে শামস এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ইসরাত জাহান।

অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর ধর্মগ্রন্থ থেকে পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম