Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রিজনভ্যানে জবি ছাত্রদের হামলা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১১:২০ এএম

প্রিজনভ্যানে জবি ছাত্রদের হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আসামি বহন করা একটি পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় বংশাল থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিরপুরগামী অনিবার্ণ, উত্তরণ এবং গাজীপুরগামী উল্কা-২ বাস বংশাল থানার সামনে তাঁতীবাজার মোড়ে সিগনালে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল উত্তরণ বাস থেকে নেমে রাস্তার পাশের দোকানে যায়। এ সময় সিগনাল ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়ের বাস তাকে রেখেই চলে যায়।

এ সময় ফয়সাল মিরপুরগামী উত্তরণ বাস ধরতে পুলিশের একটি প্রিজনভ্যানে উঠে যায়। এ সময় প্রিজনভ্যানে থাকা পুলিশ সদস্যরা তাকে নেমে যেতে বলে এবং পরে লাথি মেরে নিচে ফেলে দেয়। ফয়সাল রাস্তার মধ্যে পড়ে গেলে সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের প্রিজনভ্যানে ভাঙচুর শুরু করে।

এতে প্রিজনভ্যানের সামনে গ্লাস ভেঙে যায়। প্রিজনভ্যানে ৫২ জন আসামি ছিলেন। শিক্ষার্থীদের হামলায় প্রিজনভ্যানের চালকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত চালককে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রিজনভ্যানে উঠতে চাওয়া জবি শিক্ষার্থী বলেন, গাড়ি সিগনালে দাঁড়ালে নেমে পাশের দোকানে অবস্থান নেই। এ সময় গাড়ি আমাকে রেখে চলে যায়। আমি ভুল করে সামনে উত্তরণ বাস ধরার জন্য পুলিশভ্যানে উঠেছিলাম। পুলিশ আমাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে।

কোতোয়ালি জোনের এসি বদরুল হাসান রিয়াদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আসামি বহন করা পুলিশের একটি প্রিজনভ্যান ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম