Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আইইউবিতে জেসাপ মুটকোর্ট প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১ এএম

আইইউবিতে জেসাপ মুটকোর্ট প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত

আইইউবিতে অনুষ্ঠিত ‘ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুটকোর্ট কম্পিটিশন’ এর তৃতীয় বাংলাদেশ কোয়ালিফাইয়িং রাউন্ডে বিজয়ী দল প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন

‘ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুটকোর্ট কম্পিটিশন’ এর তৃতীয় বাংলাদেশ কোয়ালিফাইয়িং রাউন্ড সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রানারআপ হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইমি ওয়াদুদ বেস্ট মুটার নির্বাচিত হন। বেস্ট মেমোরিয়াল পুরস্কার পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেরা মেমোরিয়ালের স্বীকৃতি লাভ করে।

স্পিরিট অফ জেসাপ পুরস্কার যুগ্মভাবে লাভ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেরা নবীন দলের স্বীকৃতি লাভ করে।

‘ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন’ আইনের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রতিযোগিতা যা আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ১০০টিরও অধিক দেশের আইনের শিক্ষার্থীকে একত্র করে।

জেসাপ বাংলাদেশ কম্পিটিশন সেই প্রতিযোগিতার ন্যাশনাল রাউন্ড যা সারা বিশ্বের সকল জেসাপ প্রতিযোগিতার মধ্যে পঞ্চম বৃহত্তর কোয়ালিফাইয়িং রাউন্ড।

এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ যথাক্রমে অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স অ্যান্ড ট্রেইনিং (ওপিডিএটি), ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে), তীর-সিটি গ্রুপ, আইইউবি, বাংলাদেশ চ্যাপ্টার অব এশিয়ান সোসাইটি অব দ্য ইন্টারন্যাশনাল ল (AsianSIL Bangladesh) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক মুটকোর্ট প্রতিযোগিতার এই ন্যাশনাল রাউন্ড।

আইইউবিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মামুন রহমান।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অন্তর্ভুত ডিপার্টমেন্ট অব জাস্টিসের স্থায়ী আইন উপদেষ্টা এরিক উপাঙ্গা অনুষ্ঠানটির সব আয়োজককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের প্রতিযোগিতা প্রতিটি আইনের শিক্ষার্থীদের জন্য এক বড় প্ল্যাটফর্ম।

ইলসার বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর নুরান চৌধুরী ভিডিওবার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি গ্রুপের হেড অফ দ্য সেলস মো. ফরহাদ হোসেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও জেসাপ বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০১৯ এর ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর এ এস সায়েম আলী পাঠান।

আইইউবির আইন বিভাগের প্রধান ও এশিয়ানসিল বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইইউবির সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম