Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অনিয়মের খবরে ভিকারুননিসায় দুদকের অভিযান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৪৫ এএম

অনিয়মের খবরে ভিকারুননিসায় দুদকের অভিযান

হটলাইনে অবৈধভাবে এ ভর্তির অভিযোগ পেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দুই সদস্যের একটি টিম বুধবার বেলা ১১টার  দিকে ভিকারুননিসায় অভিযান চালায়।

গত ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হলেও মঙ্গলবার (১৫ জানুয়ারি) নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে।

ঘোষিত আসনের বাইরে অবৈধভাবে এ ভর্তির খবর দুদকের হটলাইনে (১০৬) কে বা কারা জানিয়ে দেয়।

খবর পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযানে নামে দুদক। প্রতিষ্ঠানটির আইটি রুমে কম্পিউটারে সংরক্ষিত ভর্তির তথ্যাদি যাচাই করছেন সংস্থাটির দুই সদস্যের টিম।

ভিকারুননিসার ভর্তির অর্থ কলেজ ক্যাম্পাসের পূর্বদিকে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। তবে অবৈধ ভর্তি গোপন রাখতে ব্যাংক কর্মকর্তাদের স্কুলের ভেতরে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম বলেন, অভিযান নয়, দুদকের কর্মকর্তারা জানতে এসেছিলেন।

আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারা কিছুক্ষণ আগে চলে গেছেন। তিনি আরও বলেন, কারও অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি, তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম