Logo
Logo
×

জাতীয়

শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা

নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া নিবন্ধিত শিক্ষকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। জলকামানসহ টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করা হয়েছে। এসময় কয়েকজন আহত হন, বেশ কয়েকজনকে আটকও করা হয়। 

সোমবার দুপুর দুইটার দিকে শাহবাগ মোড়ে পুলিশের মারমুখী অবস্থানের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগের দাবিতে আন্দোলন করতে আসা নিবন্ধিত শিক্ষকরা যে যেদিকে পারেন সরে যান। 

প্রথমে শিক্ষকদের বুঝিয়ে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বলপ্রয়োগে আইনশৃঙ্খলা বাহনী ব্যবহার করে টিয়ারশেল ও সাউনগ্রেন্ড। 

দুপুর তিনটার দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পরেই এনটিআরসিএর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরবর্তীতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের একটি দল। এসময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম