উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন
বিসিএস পরীক্ষা দেওয়া যাবে চারবার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন। কয়েক দিন আগে তিনবার বিসিএস দিতে পারবেন একজন প্রার্থী-এমন সিদ্ধান্ত হয়েছিল।
সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার পরিবর্তন হয়েছে। এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার হয়।
এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তীকালীন সরকার। একজন পরীক্ষার্থী এখন সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত হয়েছিল গত বৈঠকে।
উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, বিসিএসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বিসিএসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও একই বয়স নির্ধারিত হবে। আর স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় সংযোজন সাপেক্ষে এই বয়সের বিষয়টি প্রযোজ্য হবে। তবে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা বহাল থাকবে।
ভিসা ছাড়াই গাম্বিয়ায় যাবেন কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা : ভিসা ছাড়াই বাংলাদেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা যেতে পারবেন আফ্রিকার দেশ গাম্বিয়ায়। একইভাবে ওই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
জানা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। এ পর্যন্ত ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে এশিয়ার ২১টি, ইউরোপের চারটি, আফ্রিকার একটি এবং আমেরিকার তিনটি দেশ রয়েছে।