Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকব: ইবি উপাচার্য

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকব: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, পৃথিবীর সব নিপীড়িত মানুষের জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এ প্রত্যয় আমাদের থাকা উচিত, এটা আমাদের ইমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকব। আমরা তাদের জন্য আর্থিক সহযোগিতা করব।

রোববার দুপুর ২টায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খানের ইমামতিতে এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহবান জানান।

এ সময় উপাচার্য আরও বলেন, যে স্পিরিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতদিন ধরে যুদ্ধ করছে আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সঙ্গে আছে। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম