Logo
Logo
×

বিপিএল

১২৪ রান করলেই সুপার ফোরে খেলবে ঢাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১২ পিএম

১২৪ রান করলেই সুপার ফোরে খেলবে ঢাকা

ঢাকা ডায়নামাইটস। ছবি: সংগৃহীত

হারলেই বিদায়। জিতলে সুপার ফোরে খেলা নিশ্চিত। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। সুপার ফোরে খেলতে হলে সাকিবদের ১২৪ রান করতে হবে।

বিপিএলের চলতি আসরের গ্রপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৩ রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ডেভিড ওয়াইজ। ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। 

শনিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পরা খুলনা এরপর আর খেলায় ফিরতে পারেনি। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানের বিদায়ের কারণে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রান তুলতে সক্ষম হয় খুলনা। 

বিপিএলের চলমান ষষ্ঠ আসর থেকে আগেই বিদায় নেয় খুলনা টাইটানস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ে সমাপ্তি চায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস। 

এই ম্যাচে ঢাকার বিপক্ষে খুলনা যদি জয় পায় তাহলে মাহমুদউল্লাহদের তেমন কোন লাভ নেই। খুলনার এই জয়ে লাভ হবে রাজশাহী কিংসের।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস, ঢাকা বনাম খুলনা ম্যাচের দিকে তাকিয়ে আছে। মিরাজরা খুলনার জয় দেখার জন্য মুখিয়ে আছেন। তার কারণ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর পজিশনে আছে রাজশাহী।

অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে ঢাকা ডায়নামাইটস। আজ যদি খুলনার বিপক্ষে ঢাকা হেরে যায় তাহলে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংসের সঙ্গে সুপার ফোরে খেলবে রাজশাহী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম