Logo
Logo
×

বিপিএল

ঢাকার শক্তি বাড়াতে যোগ দিলেন লংকান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

ঢাকার শক্তি বাড়াতে যোগ দিলেন লংকান তারকা

বিপিএল মাতাতে বাংলাদেশে এসেছেন শ্রীলংকার ওপেনার উপুল থারাঙ্গা। বৃহস্পতিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী লংকান বিমান। ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।

এবারের বিপিএলে শুরুর দিকে উল্কার গতিতে উড়ছিল ঢাকা। তবে শেষদিকে এসে খেই হারিয়েছে ডায়নামাইটসরা। টানা ৪ ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় তারা। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। শেষ ২ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। এ অবস্থায় দলের শক্তি বাড়াতে লংকান ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ঢাকা।

সবকিছু ঠিক থাকলে আসছে ১ ফেব্রুয়ারি দলটির পরবর্তী ম্যাচে মাঠে নামবেন থারাঙ্গা। ওই দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লিগপর্বে নিজেদের ১১তম ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী।

বিপিএলে অবশ্য থারাঙ্গা এবারই প্রথম নন। পঞ্চম আসরেও মাঠ মাতিয়েছিলেন তিনি। সিলেট সিক্সার্সের জার্সি গায়ে সেবার ৬ ম্যাচে ২০৭ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

একনজরে ঢাকা ডায়নামাইটস স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক ও আইকন ক্রিকেটার), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাঈম শেখ, মোহর শেখ অন্তর, আলিস আল ইসলাম, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, অ্যান্ড্রু বির্চ, ইয়ান বেল ও উপুল থারাঙ্গা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম