Logo
Logo
×

বিপিএল

বিপিএল-২০১৯: শীর্ষ ৬ রান সংগ্রাহক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০২:০০ এএম

বিপিএল-২০১৯: শীর্ষ ৬ রান সংগ্রাহক

বিপিএল চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এ পর্ব শেষে ব্যাটিংয়ে আধিপত্য বিদেশি ব্যাটসম্যানদের। অন্যতম কারণ- একাদশে বিদেশি ব্যাটসম্যানদের প্রাধান্য দেয়া প্রতিটি দলের। বিদেশি ব্যাটারদের ওপর নির্ভর থেকেছে সবাই।

তবে এটিও সত্য- তামিম, ইমরুল, মাহমুদউল্লাহ, লিটন, সাব্বির, সাকিব, মুশফিক, জুনায়েদ, মিরাজরা প্রতিটি ম্যাচেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু প্রাপ্ত সুযোগ মুশফিক-জুনায়েদ ছাড়া কেউ-ই কাজে লাগাতে পারেননি।

ব্যাট হাতে রান সংগ্রহে সবার ওপরে আছেন রংপুর রাইডার্সের প্রধান ভরসা রাইলি রুশো। ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৫১৪ রান করেছেন তিনি। বিপিএল ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ রানের রেকর্ড। দুই নম্বরে আছেন সিলেট সিক্সার্সের মারমুখী ব্যাটসম্যান নিকোলাস পুরান। ১১ ম্যাচে তিন ফিফটি সহকারে তার রান ৩৭৯।

তালিকার তিনে আছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ১১ ম্যাচে তিন ফিফটি সহকারে ৩৭০ রান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় চারে আছেন রাজশাহী কিংসের লরি ইভানস। ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩৩৯ রান করেছেন অখ্যাত এ ক্রিকেটার।

এ দৌড়ে পঞ্চম স্থানে আছেন রংপুর ওপেনার অ্যালেক্স হেলস। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩০৪ রান করেছেন তিনি। এর পরই আছেন খুলনা টাইটানসের জুনায়েদ সিদ্দিকী। ১১ ম্যাচে ১ ফিফটিতে ২৯৬ রান করেছেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলে ব্রাত্য এ ওপেনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম