Logo
Logo
×

বিপিএল

কাপালি কাঁপিয়ে দিলেন খুলনাকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৭:৩০ পিএম

কাপালি কাঁপিয়ে দিলেন খুলনাকে

৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকার করেন অলক কাপালি। ছবি: সংগৃহীত

অলক কাপালির লেগ স্পিনে কুপোকাত খুলনা টাইটানস। সিলেট সিক্সার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৭৩ রান করা খুলনা টাইটানস এরপর ৪৩ রানে হারায় ৬ উইকেট।

এই ছয় উইকেটের মধ্যে একাই চারটি নেন অলক কাপালি। ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট তুলে নেন সিলেট সিক্সার্সের এই অলরাউন্ডার। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে বুধবার মিরপুরে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে খুলনা টাইটানস। ব্রান্ডন টেইলরকে সঙ্গে নিয়ে উড়ন্ত সূচনা করেন জুনায়েদ সিদ্দিকী।উদ্বোধনীতে ৬.৫ ওভারে ৭৩ রানের জুটি গড়েন তারা।

এরপর তিন রানের ব্যবধানে ২ উইকেট হারায় খুলনা টাইটনস। অলক কাপালির লেগ স্পিনে বিভ্রান্ত জুনায়েদ সিদ্দিকী। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন খুলনার এই ওপেনার। এর আগের দুই ম্যাচে ১২ ও ১৩ রান করে ফেরেন জুনায়েদ। 

বিপিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই আল-আমিনের উইকেট তুলে নেন সিলেট সিক্সার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। তার অফ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ২ রানে ফেরেন আল-আমিন। এর আগে খেলা দুই ম্যাচে ৪ ও ৫ রান করেন খুলনার এই অলরাউন্ডার। 

এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে নওয়াজের দ্বিতীয় শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্ত।সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৭ রান করেন এই অলরাউন্ডার। এর আগের ম্যাচে ৪৮ রান করেন শান্ত।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা খুলনা টাইটানসের জিম্বাবুয়ের ওপেনার ব্রান্ড টেইলরকে সাজঘরে ফেরান কাপালি। তার আগে ৩১ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৮ রান করেন টেইলর। 

দলের ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে হাল ধরতে পারেননি আরিফুল হক ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কাপালির তৃতীয় ও চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে শূন্য ও ৩ রানে ফেরেন আরিফুল-রিয়াদ। 

খুলনা টাইটাস: ব্রান্ডন টেইলর, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন, জুনায়েদ খান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড ওয়াইজ, ইয়াসির শাহ ও শুভাশীষ রায়।

সিলেট সিক্সার্স: সোহেল তানভির, মোহাম্মদ নেওয়াজ, নিকোলাস পুরান, মোহাম্মদ ইরফান, এবাদত হোসেন, আফিফ হোসেন, অলক কাপালি, জাকির আলী, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন ও তাসকিন আহমেদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম