Logo
Logo
×

বিপিএল

রান আউট হয়ে সাজঘরে জুনায়েদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:২৯ এএম

রান আউট হয়ে সাজঘরে জুনায়েদ

৪১ বলে ৭০ রান করে সাজঘরে জুনায়েদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন জুনায়েদ সিদ্দিকী। তার ব্যাটে ভর করে ২ রানে ওপেনার জহুরুল ইসলাম অমির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া খুলনা টাইটানস খেলায় ফেরে। 

দ্বিতীয় উইকেটে আল-আমিনের সঙ্গে গড়েন ৭১ রানের জুটি। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ২২ ও চতুর্থ  উইকেটে ডেভিড মালানের সঙ্গে ৫০ রানের কার্যকরী জুটি গড়েন জুনায়েদ। 

৪১ বলে চরটি চার ও সমান ছক্কায় ৭০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন জুনায়েদ। চলতি বিপিএলে এটা তার প্রথম ফিফটি। এর আগে খুলনার হয়ে পাঁচ ম্যাচে (৩৩, ৩১, ২৩, ২০ ও ১৪) ১২৪ রান করেন জুনায়েদ।

জুনায়েদের বিদায়ের পর শহীদ আফ্রিদির তৃতীয় শিকারে পরিণত হন ডেভিড মালান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা টাইটানসের সংগ্রহ ১৮ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান। 

 

আফ্রিদির দ্বিতীয় শিকার মাহমুদউল্লাহ


আল-আমিনের পর মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ওভারে খুলনা টাইটানসের দুই উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা টাইটানস। শূন্য রানে সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ওপেনার জহুরুল ইসলাম অমি। আগের চার ম্যাচে মাত্র ২৭ রান করেন খুলনার এই ওপেনার।

২ রানে প্রথম উইকেট পতনের পর চলতি বিপিএলে প্রথম খেলতে নামা আল-আমিনকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী।

অষ্টম ওভারে বোলিংয়ে এসেই আল-আমিনের উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩২ রান করেন আল-আমিন।

এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহকে ফেরান আফ্রিদি। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১৬ রান করেন রিয়াদ।

টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লার প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা।

চলতি বিপিএলের ষষ্ঠ আসরে ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলেছে খুলনা টাইটানস। আগের পাঁচ ম্যাচের মাত্র ১টিতে জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে খুলনা।

অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

খুলনা টাইটানস: জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিকী, আল-আমিন, তাইজুল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাথওয়েট, মাহমুদউল্লাহ রিয়াদ , লাসিথ মালিঙ্গা ও ডেভিড মালান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, লিয়াম দাওসন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, থিসেরা পেরেরা, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াদ ও জিয়াউর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম