জুনায়েদ সিদ্দিকীর ফিফটি। ছবি: সংগৃহীত
চলতি বিপিএলে প্রথম ফিফটি জুনায়েদ সিদ্দিকীর। তার ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াই করছে খুলনা টাইটানস। আগের চার খেলায় (৩৩, ৩১, ২৩, ২০ ও ১৪) ১২৪ রান করেন জুনায়েদ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা টাইটানসের সংগ্রহ ১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান। ৭০ ও ২০ রানে ব্যাট করছেন জুনায়েদ ও ডেভিড মালান।
আফ্রিদির দ্বিতীয় শিকার মাহমুদউল্লাহ
আল-আমিনের পর মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ওভারে খুলনা টাইটানসের দুই উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা টাইটানস। শূন্য রানে সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ওপেনার জহুরুল ইসলাম অমি। আগের চার ম্যাচে মাত্র ২৭ রান করেন খুলনার এই ওপেনার।
২ রানে প্রথম উইকেট পতনের পর চলতি বিপিএলে প্রথম খেলতে নামা আল-আমিনকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী।
অষ্টম ওভারে বোলিংয়ে এসেই আল-আমিনের উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩২ রান করেন আল-আমিন।
এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহকে ফেরান আফ্রিদি। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১৬ রান করেন রিয়াদ।
টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লার প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা।
চলতি বিপিএলের ষষ্ঠ আসরে ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলেছে খুলনা টাইটানস। আগের পাঁচ ম্যাচের মাত্র ১টিতে জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে খুলনা।
অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে।
খুলনা টাইটানস: জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিকী, আল-আমিন, তাইজুল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাথওয়েট, মাহমুদউল্লাহ রিয়াদ , লাসিথ মালিঙ্গা ও ডেভিড মালান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, লিয়াম দাওসন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, থিসেরা পেরেরা, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াদ ও জিয়াউর রহমান।