Logo
Logo
×

বইমেলা

বইমেলায় বৃষ্টির বাগড়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

বইমেলায় বৃষ্টির বাগড়া

অমর একুশে বইমেলার ২২তম দিন আজ (শনিবার)। ছুটির দিন হওয়ায় মেলায় বইপ্রেমীদের বেশ ভিড় ছিল। মেলা শুরু হয় সকাল ১১টায়।তবে বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে নামে বৃষ্টি। আর মুহূর্তে প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন বই সামলাতে।

দুপুরে রোদ থাকলেও বিকাল ৫টার পর হঠাৎ বৃষ্টি নামে রাজধানীতে। বৃষ্টির পানি থেকে বই বাঁচাতে ছোটাছুটি করছিলেন বিক্রয়কর্মীরা। আবার অনেক তরুণ-তরুণীদের ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে। 

দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ায় অনেকেই আগেভাগেই মেলা থেকে বের হয়ে যেতে দেখা যায়। হঠাৎ বৃষ্টিতে এদিনের বইমেলা হারিয়েছে স্বাভাবিক চিত্র। দুপুরের দিকে কিছুটা ভিড় দেখা গেলেও বিকালে বৃষ্টির কারণে বইমেলা এলোমেলো হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বেশি সমস্যায় পড়তে দেখা গেছে বাচ্চাদের নিয়ে যারা মেলায় এসেছিলেন তাদের।

এদিন দুপুর ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : কায়কোবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমরান কামাল। আলোচনায় অংশ নেন হাবিব আর রহমান। সভাপতিত্ব করেন আবু দায়েন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম