Logo
Logo
×

শেষ পাতা

অমর একুশে বইমেলা ২০২৫

ছুটির দিনে জনস্রোত বিক্রিও ছিল ভালো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছুটির দিনে জনস্রোত বিক্রিও ছিল ভালো

বইমেলার প্রথম শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমিতে ছিল জনস্রোত। বইয়ের বিক্রিও ছিল বেশ। সব মিলিয়ে লেখক, পাঠক আর প্রকাশকদের চমৎকার একটা দিন কেটেছে। প্যাভিলিয়ন তো বটেই দুই বা এক ইউনিট পাওয়া স্টলগুলোও এদিন বেশ ভালো বিক্রি করেছে। এদিন বইমেলার টিএসসি গেট দিয়ে মানুষ বেশি প্রবেশ করতে চেয়েছেন। যে কারণে ছিল প্রচণ্ড চাপ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটে তুলনামূলক চাপ কম ছিল। এই গেটটির কথা অনেকে জানেন না।

অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, শুক্রবারের বিক্রি বেশ ভালো। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। আজব প্রকাশনীর প্রকাশক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সংগীতবিষয়ক বই বেশি। পাশাপাশি আমরা কবিতা আর উপন্যাসের বইকে প্রাধান্য দিয়ে থাকি। শুক্রবার ছুটির দিনে খুব ভালো বিক্রি হয়েছে।

ঐতিহ্যের ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, যতটা আশা করেছিলাম সেটি পূরণ হয়েছে। আগামী দিনগুলোতে আরও বেশি বিক্রি হবে আশা করি।

ঐতিহ্য থেকে প্রকাশ হয়েছে ‘গেস্টরুম থেকে বলছি’ বইটি। মো. মহি উদ্দিন রচিত বইটিতে প্রত্যেকটা নির্যাতনের ঘটনা সত্য। একটি ঘটনাও সম্পাদক নিজ থেকে বানিয়ে লেখেননি। নোংরা রাজনীতির চর্চায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে নির্মমভাবে অত্যাচার করেছে, এমন ২১ জন ভুক্তভোগী শিক্ষার্থীর সত্য ঘটনাগুলো নিয়ে লেখা ‘গেস্টরুম থেকে বলছি’ বইটি।

চীনের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে : চীনের সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার অমর একুশে বইমেলায় চাইনিজ বুক হাউজ স্টল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, উন্নয়নে চীন আমাদের খুব ভালো সঙ্গী। এর বাইরেও আমরা আরও অনেক ফ্রন্টে কাজ করছি। আগামী বছর আমরা আশা করি অন্তত ১০টি বই অনুবাদ হবে। এর মধ্যে ৫টি চাইনিজ ক্লাসিক বই বাংলায় অনুবাদ হবে এবং ৫টি বাংলা ক্লাসিক বই চাইনিজ ভাষায় অনুবাদ হয়ে চায়নাতে থাকবে। আমরা দশটি বই দিয়ে শুরু করব। এটা সামনে আরও বাড়বে। সামনে সাংস্কৃতিক সহযোগিতা হবে। তিনি আরও বলেন, আমি একটু আভাস দিয়ে রাখতে চাই, চীনা সরকারের সহযোগিতায় আমরা এমন কাজ করতে চাচ্ছি, যা বাংলাদেশের সিনেমাপ্রেমী সব মানুষকেই আনন্দিত করবে। আমরা কয়েকদিনের মধ্যেই জানতে পারব।

দেশের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কার বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক আছে। এখন রাষ্ট্র বিনির্মাণের সময়। ৫ আগস্টের পর ১৫ দিন পুলিশ ছিল না। আমরা সবাই সবার পাশে এসে নিজেদের রক্ষা করেছি। আমরা এখনো সে সময়টি পার হইনি। আমাদের এখনো সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা যেন কেউ নিজেদের মবিংয়ে জড়িত না করি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে চীন সহায়তার হাত বাড়িয়ে দিতে চায়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আমরা দুপক্ষ একটি গুরুত্বপূর্ণ ঐক্যে পৌঁছেছি। চীন এরই মধ্যে কুনমিং ও ইয়ানমান প্রদেশে তিনটি হাসপাতাল মনোনীত করেছে। এ হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা, ডাক্তার ও সেবা অনেক উন্নত। পরের পদক্ষেপ হলো যারা চীনে চিকিৎসা নিতে চান তাদের বাংলাদেশ সরকার ও ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ প্রদান করা। যারা ইউনাইটেড প্রভিন্সে চিকিৎসা নিতে চান, তাদের এরই মধ্যে বিমানের টিকিট, ভিসা, খাবার এবং অন্যান্য সেবার প্যাকেজ প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, মে-জুনের দিকে বাংলাদেশের রোগীরা কুনমিং শহরের তিনটি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। সে কারণে আমরা একসঙ্গে কাজ করছি। শুক্রবার মেলা শুরু হয় বেলা ১১টায়, চলে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এদিন নতুন বই এসেছে ১৮৪টি।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা : অমর একুশে উদ্যাপনের অংশ হিসাবে সকাল ৮টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক ইতিহাসের দর্পণে গোলাম মুরশিদ পাঠ’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন সামজীর আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন স্বরোচিষ সরকার ও গাজী মো. মাহবুব মুর্শিদ। সভাপতিত্ব করেন মোরশেদ শফিউল হাসান।

প্রাবন্ধিক বলেন, গোলাম মুরশিদের ইতিহাসভিত্তিক আলোচনা বাংলার সাংস্কৃতিক ইতিহাস চর্চায় পথিকৃৎ সমতুল্য। বাংলাদেশে সাংস্কৃতিক ইতিহাস প্রাতিষ্ঠানিকতা পেলে গোলাম মুরশিদ হবেন তার পুরোধা ব্যক্তি। তার ইতিহাস চর্চার প্রধানতম বৈশিষ্ট্যগুলো হলো উপেক্ষিতের প্রতি নজর, আন্তঃশৃঙ্খলাধর্মিতা এবং ব্যক্তিকে ইতিহাসের কর্তা সত্তায় অধিষ্ঠিত করা।

জুলাইর গল্প মঞ্চ : জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহিদ স্মরণে অনুষ্ঠানে অতিথি হিসাবে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন লেখক ও সাংবাদিক জুবায়ের ইবনে কামাল। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন-কবি ও কথাসাহিত্যিক ইকতিজা আহসান ও কবি মৃদুল মাহবুব। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন-কবি মোসা. ইসমত আরা ও কবি মুহাম্মদ ইসমাইল। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আরিফুল হাসান ও আফরোজা পারভীন। সংগীত পরিবেশন করেন শিল্পী জিএম জাকির হোসেন, তানজিনা করিম স্বরলিপি, মাকসুদুর রহমান মোহিত খান, চম্পাবণিক, মুর্শিদা নাহিদ ও শাহনাজ রহমান স্বীকৃতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম