জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ পিএম
অমর একুশে বইমেলায় জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঝুমঝুমি প্রকাশনের (৭১ ও ৭২ নম্বর স্টল) সামনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যাসেবা পৌঁছে দিতে চাই। আমি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, তাহলে ঢাকার হাসপাতালগুলোতে এত ভিড় হবে না। ঢাকার বাইরে বার্ন ইউনিট নেই। গরিব মানুষকে কষ্ট করে ঢাকায় আসতে হয়। আমি সমস্যাগুলো চিহ্নিত করতে কাজ করছি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যাগুলো সমাধানে কাজ করব। আমি শতভাগ না পারলেও যদি ৫০ ভাগ করতে পারি, নিজেকে সফল মনে করব।
স্বাস্থ্যমন্ত্রী হওয়ার অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘আমার একটা স্বাভাবিক জীবন ছিল। তা একটা টেলিফোন এসে পরিবর্তন করে দিয়েছে। আমি বাসায় বসে টেলিভিশন দেখছিলাম, হঠাৎ একটা কল এসে সব পরিবর্তন করে দিয়েছে। আমি আগে বাসায় বিশ্রাম নিতাম, টিভির বিভিন্ন অনুষ্ঠান দেখতাম, এখন সারা দেশ চষে বেড়াচ্ছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের অনেক কষ্ট সহ্য করে কাজ করতে হয়; কিন্তু সত্য সংবাদ প্রকাশ করলে তার যে কত উপকার হয় আমি নিজেই তার প্রমাণ।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মনিরুজ্জামান উজ্জ্বল আমার সঙ্গে অনেক কাজ করেছেন। তিনি আমার জীবনের উত্থান-পতন অনেক কিছুর সাক্ষী। কেমন করে শূন্য থেকে বার্ন ইনস্টিটিটিউট স্থাপন করলাম, কিভাবে এতদূর এলাম- সবকিছুর সাক্ষী তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘এ পথচলায় অনেক সাংবাদিক আমাকে সর্বদা সহযোগিতা করেছেন। ৫ থেকে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে সাংবাদিকরা অনেক অবদান রেখেছেন। তারা স্বাস্থ্যখাতের সমস্যাগুলো সবার কাছে তুলে ধরেছেন, তার জন্য আজকের এ হাসপাতালকে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট হিসেবে পরিণত করতে পেরেছি। এজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, যার অনুপ্রেরণায় আমরা সফল হয়েছি।’
জ্যেষ্ঠ সাংবাদিক আরিফ সোহেলের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি, নির্বাহী পরিচালক পাশা মোস্তফা কামাল প্রমুখ।
বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহুরে জীবনের নানান বাস্তব ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন।
অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে অপরাধ ও স্বাস্থ্যবিষয়ক রিপোর্টিংয়ে বেশ দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন। তিনি ইংরেজি জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেন।
মনিরুজ্জামান উজ্জ্বল বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত।