Logo
Logo
×

বইমেলা

বইমেলায় ‘গণমাধ্যমে হাতেখড়ি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

বইমেলায় ‘গণমাধ্যমে হাতেখড়ি’

বইটির লেখক সালেহ মোহাম্মদ রশীদ অলক।

গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, জনসংযোগ, ব্রান্ডিং, বিজ্ঞাপন বাজার ও গণমাধ্যম ডিরেক্টরি নিয়ে ১৭৪ পৃষ্ঠার তথ্যভিত্তিক সংকলন ‘গণমাধ্যমে হাতেখড়ি’ অমর একুশে বইমেলা-২০২৪ এ পাওয়া যাচ্ছে।

বইমেলার ৪৪৮ নম্বর স্টলে আল-হামরা প্রকাশনীতে সংকলনটি পাওয়া যাচ্ছে।বইটির লেখক কৃষিবিদ ও সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক। 

বইটিতে গণমাধ্যম, গণমাধ্যমের ধরন, বাংলাদেশের শীর্ষ বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা, সব টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, শীর্ষ অনলাইন নিউজপোর্টালের মালিকের নাম ও পরিচয় রয়েছে।

এ ছাড়া বইটিতে বাংলাদেশের সব শীর্ষ গণমাধ্যমের ঠিকানা, প্রতিষ্ঠানভিত্তিক শীর্ষ কর্মকর্তাদের মোবাইল নম্বর, সব শীর্ষ গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী, নতুন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল, আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ, সাংবাদিকের কাজ, যোগ্যতা, ক্যারিয়ার, ক্ষেত্রসমূহ, আয়, সাংবাদিকতায় পড়াশোনা ও বিভিন্ন কোর্স, নিউজ প্রেজেন্টার, আরজে পেশা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনস্থ দপ্তর, ওয়েজবোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন, বিট ভিত্তিক সংগঠনের প্রাথমিক তথ্য আছে। 

এছাড়া বইটিতে সংবাদ কী, লেখার নিয়ম, সংবাদের উল্টো পিরামিড কাঠামো, টিভি সংবাদ তৈরির কাঠামো, ফিচার, সম্প্রচার সাংবাদিকতার পরিভাষা, বিট রিপোর্টিং, সংবাদপত্রের বিভিন্ন বিভাগ, কর্মরতদের পদবিসমূহ, জনসংযোগ, সংবাদ বিজ্ঞপ্তি লেখা ও প্রেরণের মৌলিক বিষয়, সংবাদ সম্মেলন, খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদানের পদ্ধতি, মানহানি কী, মানহানি হলে আইনের আশ্রয়, ফৌজদারি আদালতে মানহানির মামলা, প্রেস কাউন্সিলে মামলা-চিন্তা-বিবেক ও বাক-স্বাধীনতা নিয়ে সংবিধানের ৩৯তম অনুচ্ছেদের বিবরণ আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম