Logo
Logo
×

বইমেলা

নিরুর ‘কবিতায় নক্ষত্র ঝরে’ বই প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২১ পিএম

নিরুর ‘কবিতায় নক্ষত্র ঝরে’ বই প্রকাশ

ফাইল ছবি

অমর একুশে বইমেলায় ইসরাত জাহান নিরুর প্রথম কবিতার বই ‘কবিতায় নক্ষত্র ঝরে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেছেন, ‘কবিতা মহত্ত্বের কথা বলে; কবিতা মানবতার কথা বলে; কবিতা ভালোবাসার কথা বলে; কবিতা সমাজের অগ্রগতির কথাও বলে।’

এসময় ইসরাত জাহান নিরু বলেন, ‘ছোটবেলা থেকেই ছোট-ছোট ছড়া-কবিতা লিখতাম, সুযোগ পেলে তা একা একা আবৃত্তি করতাম। সব কিছুর ভেতরে একটা সুর আর ছন্দ খুঁজে পেতাম।’ প্রকৃতি তার লেখার অনিবার্য মূল চাবিকাঠি বলে জানান এই লেখক।

নিরুর বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এতে কবিতা রয়েছে ৫৩টি। বইটির মূল্য ২৫০ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম