Logo
Logo
×

গ্রন্থ আলোচনা

‘আধুনিকতার ইতিহাস’ গ্রন্থের পাঠ উন্মোচন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

‘আধুনিকতার ইতিহাস’ গ্রন্থের পাঠ উন্মোচন

ব্যারিস্টার নওফল জমির রচিত আধুনিকতার ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর মোড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আধুনিকতার ইতিহাস আধুনিকতা নিয়ে নতুন প্রজন্মের একটি চিন্তাধারা। আমরা যারা বয়োজ্যেষ্ঠ, ব্রিটিশ আমলে জন্ম, তারা পৃথিবীকে এবং বাস্তবতাকে যেভাবে দেখি আজকের প্রজন্ম সেভাবে দেখে না। সময়ের পরিক্রমা এর সবচেয়ে বড় কারণ। আমাদের সময় জ্ঞান অর্জন করা অনেক কঠিন ছিল। একটি বই জোগাড় করতে দূর-দূরান্তে লাইব্রেরি যেতে হতো, যোগাযোগ মাধ্যম ছিল ধীর গতির। বর্তমানের প্রযুক্তির যুগের তথ্যভাণ্ডার খতিয়ে দেখার সহজলভ্যতা বা সুযোগ আমাদের ছিল না। সময়ের সঙ্গে টেকনোলজির পাশাপাশি জ্ঞানচর্চা এবং চিন্তাধারার যে বিশাল এক পরিবর্তন এসেছে তার প্রমাণ ‘আধুনিকতার ইতিহাস’।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।

ব্যারিস্টার নওফল জমির রচিত আধুনিকতার ইতিহাস গ্রন্থ নিয়ে আলোচনা করেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কথা সাহিত্যিক মোস্তফা মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সানিয়া সিতারা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম