
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পিএম
শাহরুখ খানের বাড়িতে থাকার সুযোগ, এক রাতের ভাড়া কত?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম
-67fcf62bea4b0.png)
আরও পড়ুন
বলিউডের বাদশা শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল বাড়িয়ে দিলেন তিনি।
পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার বাড়ি। যদিও তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত সেই শহরের প্রায় দর্শনীয় স্থানের তকমা আদায় করেছে। ভারত ছাড়া দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়াসহ একাধিক শহরে তার বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্র্র্রের লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে সে বাড়িতে থাকতে পারেন যে কেউ। তার জন্য কত টাকা খরচ হবে?
শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ। এ বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয়টি কামরার এ ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এ বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এ বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। অনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।
এ দিকে শাহরুখ সম্প্রতি তার বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসনে গিয়ে উঠেছেন। বিরাট অঙ্ক দিয়ে ভাড়া নিয়েছেন সেই আবাসন। মান্নাত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার।