
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম
কঙ্গনার যে ‘বিস্ফোরক অভিযোগে’ আইনের আশ্রয় নেন হৃতিক

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম

আরও পড়ুন
ঘটনাটি ২০১৪ সালের। স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা হৃতিকের জীবনে উঁকি দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গুঞ্জন রয়েছে, প্যারিসে হৃতিক রোশন নাকি তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন। তবে সব কিছুই চলছিল গোপনে।
‘কৃষ-থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করে তারা ব্যাপক আলোচিত ছিলেন। কিন্তু সিনেমার সাফল্য ম্লান হতেই সেই সম্পর্কেও আসে ফাটল। তারপর শুরু হয় বিতর্ক।
কঙ্গনা রানাউত সম্প্রতি অভিযোগ করে বলেন, হৃতিক নাকি তাকে ভুল প্রেমের ফাঁদে ফেলে মনের খেলা খেলেছেন।
এর পরেই তো সামনে আসে ই-মেইল কাণ্ড! ২০১৫ সালের কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের সেই ই-মেইল বিতর্ক বলিউডে রীতিমতো ঝড় তুলেছিল। এই বিতর্ক প্রথমে অনেকটা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বলেই মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আইনি লড়াইয়ে রূপ নেয়।
কঙ্গনা প্রকাশ্যে দাবি করে বলেন, হৃতিক তাকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছিলেন। তিনি ই-মেইলের মাধ্যমে আপত্তিকর ছবি পাঠাতেন এবং একই ধরনের ছবি চেয়েছিলেন তার কাছ থেকেও।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে হৃতিক রোশন আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার তরফে আইনজীবীরা কঙ্গনার দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন।
সেই সময় তাদের মধ্যে একের পর এক নোটিশ, পালটা নোটিশ চালাচালি চলতে থাকে। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে এ ঘটনাকে ঘিরে মিডিয়ায় তৈরি হয় ব্যাপক আলোচনা।
তবে হৃতিক আইনি সাহায্য নেওয়ার পর কঙ্গনা কিছুটা চাপে পড়লেও তার ঠোঁটকাটা স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। বরং সময় যত গড়িয়েছে, কঙ্গনা ততো বেশি করে নিজের অবস্থানকে জোরালো করেছেন। যে কোনো প্ল্যাটফর্মে হৃতিকের প্রসঙ্গ উঠলেই কঙ্গনা সেই প্রসঙ্গে মুখ খুলেছেন।
এমনকি হৃতিকের কোনো সিনেমা মুক্তি পেলেই কঙ্গনা সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে নেতিবাচক কথাবার্তা বলেছেন।
বলিউডের ‘মণিকর্ণিকা’ খ্যাত কঙ্গনা যেন প্রতিজ্ঞা করেছেন—হাতে না মারলেও হৃতিককে ‘ভাতে’ মারবেন। তার বক্তব্যে বারবার উঠে আসে— হৃতিক তাকে শুধু ঠকাননি, আত্মসম্মানেও আঘাত করেছেন। তাই সুযোগ পেলেই কঙ্গনা তার ক্ষোভ জানাতে ছাড়েন না। সময়ের সঙ্গে বিতর্কের মাত্রা বদলালেও তাদের দ্বন্দ্বের আঁচ এখনো পুরোপুরি নিভে যায়নি।
পুরোনো প্রেম যে সবসময় মধুর হয় না, কখনো কখনো তা তিক্ততায়ও পরিণত হয়। হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের সম্পর্ক ঠিক তেমনই। সেখানে ভালোবাসার চেয়ে বেশি জায়গা করে নিয়েছে অভিযোগ, তিক্ততা ও আক্রোশ।