
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
জ্যাকুলিনের পাশে দাঁড়ালেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম
-67f3dc1c68ca2.jpg)
আরও পড়ুন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। গত মাসে অভিনেত্রীর মাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হঠাৎ করে স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন। অবশেষে গতকাল রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে গত ২৪ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় হৃদ্রোগে আক্রান্ত কিম ফার্নান্দেজকে। তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সেই সময় শহরে ছিলেন না জ্যাকুলিন। খবর পেয়েই তড়িঘড়ি মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। তার পর থেকে নিয়মিত মাকে দেখতে হাসপাতালে গেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন জ্যাকুলিনের বাবা এলরয়। অভিনেত্রীর সঙ্গে সুসম্পর্ক বলিভাইজান সালমান খানের। অভিনেত্রীর বিপদের খবর পেয়েই দেখতে ছুটে যান হাসপাতালে। সেই সঙ্গে অভিনেত্রীর মায়ের শেষযাত্রায় দেখা গেছে অভিনেতা সোনু সুদকেও।
মায়ের অসুস্থতার কারণে চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠান বাতিল করেন জ্যাকুলিন। ২০২২ সালেও অভিনেত্রীর মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সেবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। সেই সময় কিমকে বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকুলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকুলিন।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইয়ে থাকি। তাই মা কে খুব মিস করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।
এদিকে গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকুলিন। তা-ও আবার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাকে।