
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
ফেঁসে গেলেন অক্ষয়পুত্র!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

আরও পড়ুন
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ কুমার। সম্প্রতি তিনি অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টি গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সেই পার্টিতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তারকা সন্তান হয়েও সাধারণত প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করেন আরভ। ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই থেকেছেন গোপনীয়। তবে হাই-প্রোফাইল ওই পার্টিতে এক রহস্যময়ী সুন্দরীর সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।
কালো পোশাকে স্টাইলিশ লুকে দেখা যায় আরভকে; আর তার পাশে থাকা ওই তরুণীকেও দেখা যায় হাস্যোজ্জ্বল ও খোশমেজাজে। পাপারাজ্জিদের দেখে দু’জনই হেসে প্রতিক্রিয়া দেন, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
রাত গড়াতেই একসঙ্গে পার্টি থেকে বেরিয়ে যেতে দেখা যায় আরভ ও তার সেই সঙ্গীকে। তাদের হাতে ছিল আয়োজকদের দেওয়া উপহারের ব্যাগও।
তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে আরভের সঙ্গে থাকা ওই রহস্যময়ী নারী কে, তা জানতে উদ্গ্রীব ভক্তরাও। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, সে উত্তর সময়ই দেবে।