
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম
তাপসীর সিনেমা দেখে নিজের সাবেক স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন হংসল

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ সিনেমা দেখিয়ে দিয়েছিল— স্ত্রীর গায়ে হাত তোলা যায় না। একটা থাপ্পড়ও মারা যায় না। সিনেমায় অভিনেত্রী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন, যার স্বামী মাথা গরম হওয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছিলেন স্ত্রীর ওপর। প্রকাশ্যে সেই গৃহবধূকে চড় খেতে হয়েছিল।
নারী-পুরুষের সমান অধিকার নিয়ে লড়াই জারি রয়েছে। তবে এই লড়াইয়ের মধ্যেও প্রায়ই লোকমুখে শোনা যায় বেশ কিছু কথা। ‘পুরুষ মানুষের সামান্য রাগ থাকেই’, ‘রাগ না থাকলে সে আবার পুরুষ কীসের?’ ‘মানুষটা ভালো, কিন্তু রাগের মাথায় একটা থাপ্পড় মেরে ফেলেছে।’ পাল্টা চড় মারেননি তিনি। কিন্তু স্বামী যাতে ফের সেই কাজ না করতে পারে, তার বন্দোবস্ত করে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হয় সেই চড়ের জন্য।
এ সিনেমা সাড়া ফেলেছিল। পরিচালক হংসল মেহতাও এ সিনেমার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এমনকি এই সিনেমা দেখে নিজের সাবেক স্ত্রীর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন পরিচালক।
এক সাক্ষাৎকারে হংসল বলেন, আমি হয়তো কখনই আমার সাবেক স্ত্রীর কাছে ক্ষমা চাইতাম না। কিন্তু এই সিনেমা দেখার পর বিষয়টি বদলে যায়। ‘থাপ্পড়’ সিনেমাটি খুবই শক্তিশালী। ভালো সিনেমা এমনই হয়। এর ভালো প্রভাবই থাকে।
অনুভব সিংহের পরিচালিত সিনেমা নিয়ে হংসল আরও বলেন, আমার জীবনের প্রত্যেক নারীকে একটা কথা বলতে চাই— আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা, আমার সাবেক স্ত্রী, আমার প্রেমিকাদের সবাইকে বলতে চাই— আমি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, হয়তো দেরি করে ফেলেছি অনেকটা। তাও বলব— আমি দুঃখিত। আমার পুরুষতান্ত্রিক মনোভাব তোমাদের ওপর হয়তো কুপ্রভাব ফেলেছিল কোনোভাবে। আমি নিজেকে বদলানোর চেষ্টা করব। আমি নিজেকে একটা থাপ্পড় মারতে না পারলে, আপনারাই সপাটে একটা চড় মারবেন আমাকে।