
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম
‘সিকান্দার’ ডুবিয়েছে, কে বাঁচাবে সালমানের ক্যারিয়ার?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বলিউড সুপারস্টার সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। দর্শকরা মুখ ফিরিয়েছেন তার থেকে। একের পর এক প্রেক্ষাগৃহে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’-এর শো বাতিল হচ্ছে। সালমান খান কি সরে দাঁড়াচ্ছেন গেলেন?—এমন প্রশ্ন তার ভক্ত-অনুরাগীসহ বলিপাড়ার সিনেমাবোদ্ধাদের।
বলিউডে গুঞ্জন— ভক্ত-অনুরাগীরাই নাকি তাকে আর পর্দায় দেখতে চাইছেন না। ভাইজান অবসর নিক—এমন দাবি অনুরাগীদের। অভিনেতা কী ভাবছেন? তিনিও কি অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন?
গতকাল শনিবার (৫ এপ্রিল) সালমান খান তার পুরোনো হিট সিনেমার সিক্যুয়েলের মাধ্যমে প্রত্যাবর্তনের কথা ভাবছেন বলে একটি সূত্রে জানা গেছে। ইতোমধ্যে নাকি তার ২০১৫ সালের সিনেমা ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল তৈরির আলোচনা চলছে।
আরও জানা গেছে, সালমানও নাকি সবুজ সংকেত দিয়েছেন সেই সিনেমার সিক্যুয়েল তৈরির। ভারত-পাকিস্তানের মধ্যে সৌভ্রাতৃত্বের গল্প বলেছিল এ সিনেমা। সিনেমাটি জাতীয় পুরস্কারে সম্মানিত। এই সিনেমার সিক্যুয়েলকেই সম্ভবত খড়কুটো হিসাবে আঁকড়ে ধরতে চলেছেন অভিনেতা।
২০২৩ সাল থেকে পরিচালক-চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে সালমানের। অভিনেত্রী রাশমিকা মান্দানা-সালমানের জুটি রুপালি পর্দায় ঝড় তুলতে ব্যর্থ হওয়ার পরেই নাকি ফের পরিচালক-চিত্রনাট্যের বাড়িতে দিন কয়েক আগে আবারও দেখা গেছে ভাইজানকে। ভি বিজয়েন্দ্র প্রসাদ ও‘বজরাঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খান একসঙ্গে কোনো একটি কাজ করতে চলেছেন।
এদিকে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ব্যর্থ হওয়ার পরেই সালমানের জোরালো প্রত্যাবর্তন নিয়ে ভাবিত তার শুভাকাঙ্ক্ষীরাও। আলোচনায় উঠে এসেছে— সঞ্জয় লীলা বানশালি, কবির খান, আলি আব্বাস জাফর, সুরজ বরজাতিয়ার মতো পরিচালকদের নাম। যারা ভাইজানকে ফের পুরোনো ইমেজ ফিরিয়ে দিতে পারেন। সালমানকে দর্শকদের সামনে প্রথম গ্রহণযোগ্য করেছিল বরজাতিয়াদের রাজশ্রী প্রযোজনা সংস্থা। তাদের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’ সালমানকে ‘প্রেম’ বানিয়েছে। একইভাবে কবির খানের ‘এক থা টাইগার’, ‘বজরাঙ্গি ভাইজান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। একই ফল আলি আব্বসের সঙ্গে করা ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’ সিনেমার ক্ষেত্রেও। বানশালি-সালমান জুটি ইতিহাস সৃষ্টি করেছিল।
বলিউডের পরামর্শ— এই পরিচালকরাই একমাত্র সালমানকে পর্দায় ঠিকঠাক উপস্থাপিত করতে পারেন। ভাইজানের উচিত তাদের সঙ্গে জুটি বাঁধা।