
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম
জীবনের সেরা উপহারটি শিগগিরই আসছে: সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
নবরাত্রির উদযাপন চলছে উত্তর দেশের নানা অংশে। গতকাল শনিবার বাংলাতেও পালিত হচ্ছে অন্নপূর্ণা পূজা। চলছে গাজনের প্রস্তুতি। মুম্বাইয়ে নবরাত্রির অষ্টমী তিথিটি বিশেষভাবে পালন করলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে নিজের খাওয়াদাওয়ার ছবি শেয়ার করে তিনি জানালেন ভালোবাসার কথা।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে কিয়ারা ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ঘোষণা করেছিলেন সন্তান আগমনের কথা। তারা বলেছিলেন— আমাদের জীবনে ঈশ্বরের সেরা উপহারটি শিগগিরই আসছে।
অন্তঃসত্ত্বা কিয়ারা এ মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ যত্নে। খুব কম ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। তবে মাঝে মাঝে তারকা দম্পতিকে দেখাও যাচ্ছে এদিক-সেদিক। সম্প্রতি তাদের দেখা গেছে মুম্বাইয়ে। মনে করা হচ্ছে, সন্তান আগমনের আগেই নতুন বাসস্থানের খোঁজ করছেন তারা।
এরই মধ্যে অভিনেত্রী নেটিজেনদের মাঝে শেয়ার করে নিলেন তার খাবারের ছবি। সেখানে দেখা যাচ্ছে— দুটি লুচি, একটু ছোলা ও বাদাম দেওয়া এক বাটি হালুয়া। আসলে নিজের বাড়িতেই নবরাত্রির প্রসাদ গ্রহণ করছেন হবু মা। ইনস্টাগ্রাম স্টোরিতে এ ছবি শেয়ার করেছেন কিয়ারা আদভানি, সঙ্গে হাতজোড় করা একটি ইমোজির সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও দিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না, এই সময় ভালোমন্দ খেতে কিয়ারার দারুণ লাগছে। ডায়েটের মাপা খাবারের পাশাপাশি সামান্য প্রসাদ গ্রহণ করছেন অভিনেত্রী।