
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
সালমান-রাশমিকার বয়সের পার্থক্য, যা বললেন আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম

গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে ভাইজানের এই সিনেমাটি দর্শকদের মাঝে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। বক্স অফিসেও তেমন ব্যবসা করতে পারছে না এই সিনেমা।
সিনেমা ফ্লপ হওয়ার গুঞ্জনের মধ্যে বারবার উঠে এসেছে সালমান এবং রাশমিকার বয়সের ব্যবধানের কথা। অতিরিক্ত বয়সের পার্থক্য থাকার জন্যই সিনেমা হিট হয়নি বলে অভিযোগ করেছেন অনেকে। এবার এই প্রসঙ্গে কথা বললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল।
সম্প্রতি আমিশা প্যাটেলকে এ বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘বয়সের পার্থক্য কোনো ব্যাপার নয়। জুটি যদি হিট হয়, তাহলে বয়সের কথা মাথাতেই আসে না কারো। ‘গদর’ এবং ‘গদর ২’-এই দুটি সিনেমাতেই তো আমি সানি দেওলের সঙ্গে কাজ করলাম, তার সঙ্গে আমার বয়সের পার্থক্য ২০ বছর। তাতে তো কোনো অসুবিধাই হয়নি। তাহলে এক্ষেত্রে ৩১ বছরের ব্যবধান থাকলে অসুবিধা হওয়ার কথা নয়।’
‘সিকান্দার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নায়িকার সঙ্গে এই বয়সের ব্যবধানের কথা উঠলে ভাইজান বলেছিলেন, ‘নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কারো সমস্যা থাকার কথা নয়। তার বাবারও তো কোনো সমস্যা নেই। আমি তো তার (রাশমিকার) মেয়ের সঙ্গেও কাজ করতে চাই, যদি উনি অনুমতি দেন।’
‘সিকান্দার’ সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, যিনি ‘গজনি’র মতো সিনেমা পরিচালনা করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি নিয়েও বেশ উত্তেজনা তৈরি হয়েছিল ভক্তদের মাঝে; কিন্তু সিনেমার গল্প তেমনভোবে আকর্ষণ করতে পারেনি। আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে।