
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
শাহরুখকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেন জনপ্রিয় এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম

আরও পড়ুন
বলিউড অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জনের ঢালপালা ছড়িয়েছিল। তাদের পর্দার সমীকরণ কবে যে বাস্তবে মোড় নিয়েছিল-তা প্রথমে ধরতে পারেননি কেউ-ই। এরপর তাদের সম্পর্কের আলোচনা ছড়িয়ে পড়ে দ্রুত। যদিও তারা উভয়েই কিছুতেই তাদের সম্পর্কের কথা বাইরে আসতে দেননি। কিন্তু কথা চেপে থাকেনি। একসময় প্রকাশ হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য।
এমনকি শাহরুকের সংসার ভাঙার অভিযোগও উঠে প্রিয়াঙ্কার বিরুদ্ধে। বলিপাড়ার অন্দরের খবর, ২০০৫ সালে টরেন্টোতে গিয়ে বিয়েও করেছিলেন প্রিয়াঙ্কা ও শাহরুখ। ইসলাম ধর্ম মতে নাকি বিবাহ সেরেছিলেন এই জুটি।
শোনা যায়, ‘ডন ২’ সিনেমার শুটিংয়ের সময় সম্পর্ক হয় তাদের মধ্যে। যদিও এ প্রসঙ্গে কোনো দিন মুখ খুলেননি তারা। তবে এ কথা অভিনেতার স্ত্রী গৌরী খানের কানে যেতেই ঘটে বড় কাণ্ড। শাহরুখ-প্রিয়াঙ্কার দেখা করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।
শোনা যায়, এই খবর প্রকাশ্যে আসার পর শাহরুখের বিরুদ্ধে একজোট হয়েছিলেন গৌরী, পরিচালক-প্রযোজক করণ জোহর এবং আদিত্য চোপড়াও। তবে এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। শোনা যায়, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল তাদের। তার পরেই নাকি প্রিয়াঙ্কা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন।
বলিপাড়ার খবর, বিদেশে অভিনেত্রীর ক্যারিয়ার গোছানোর জন্য প্রথমদিকে তাকে বিপুল সাহায্য করেছিলেন শাহরুখ। কিন্তু সত্যিই ইসলাম মতে তারা বিয়ে সেরেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস এবং স্বামী নিক জোনাসকে নিয়ে সুখে সংসার করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ত তার নিজের সংসার নিয়ে।