
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম
অভিষেকের ফোন থেকে প্রিয়াংকার প্রেম বার্তা, তিনি কে?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম

আরও পড়ুন
এক নায়িকার কথা নাকি খুব মনে পড়ছে। এমন একটি বার্তা সেই নায়িকাকে সটান পাঠিয়েছিলেন অভিষেক বচ্চন। বর্তমানে তারা দুজনই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু একটা সময় সেই নায়িকাকে অভিষেক লিখে পাঠিয়েছিলেন, ‘তোমার কথা আমার খুব মনে পড়ছে।’ তবে অভিষেকের এই বার্তার নেপথ্যে ছিল আরও একটি ঘটনা। সেই ঘটনা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনেন প্রিয়াংকা চোপড়া।
‘ব্লাফমাস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা ও অভিষেক। ছবির সেটে প্রায়শই নানা ধরনের খুনসুটি করতেন অভিষেক। এমনই এক দিন প্রিয়াংকার ফোন লুকিয়ে রেখে দেন অভিষেক। তার পরেই অভিষেকের সঙ্গে পালটা খুনসুটি করার ফন্দি আঁটেন প্রিয়াংকা।
অভিনেত্রী বলেছেন, ‘ও আমার ফোন প্রথমে চুরি করেছিল। ফোনের ওপর বসে পড়েছিল।’ এর প্রতিশোধ নিয়েছিলেন প্রিয়াংকা। অভিষেকের ফোন থেকে তিনি রানি মুখোপাধ্যায়কে লিখে পাঠিয়েছিলেন, ‘তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায়?’ এই বার্তা পাঠিয়ে সঙ্গে সঙ্গে সেই ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। গোটা একটা দিন প্রায় ফোন খুঁজতে খুঁজতেই কেটে গিয়েছিল অভিষেকের। পরে রানি পালটা বার্তায় লিখেছিলেন, ‘তোমার কি কিছু হয়েছে অভিষেক?’ যদিও রানি জানতে পারেননি, এই খুনসুটি আসলে প্রিয়াংকা করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’র মতো ছবিতে জুটি বেঁধেছিলেন রানি ও অভিষেক।