বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় মায়ের জন্মদিনে পার্টি দিয়েছিলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

ছবি: সংগৃহীত
প্রিয়াংকা চোপড়া কেবল বলিউড নয়, হলিউডেও তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তার জীবনের নানা ঘটনায় মানুষের আগ্রহও তুঙ্গে। তবে অনেকেরই অজানা প্রিয়াংকা তার বাবার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই তার মায়ের জমজমাট জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। যে কারণে তাকে বহু সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল।
বলিউডের দেশি গার্ল প্রিয়াংকা কেবল তার কাজের মাধ্যমেই নয়, অভিনেত্রীর চিন্তাভাবনাও ছিল অনেকের থেকে আলাদা। তাই বাবার মৃত্যুর পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াংকা। যা হয়তো বা অনেকে ভাবতেই পারবেন না। যে কারণে পরিবারের লোকেরাই তাকে নিয়ে নানা সমালোচনা করেছিলেন। এই ঘটনা অভিনেত্রীর মা মধু চোপড়া নিজেই শেয়ার করেছিলেন।
তিনি জানান, কীভাবেপ্রিয়াংকা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই মায়ের প্রথম জন্মদিন পালন করেছিলেন। কারণ, একটাই। মায়ের মুখে হাসি ফিরিয়ে আনা। মধু বলেন, অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করার জন্য তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াংকার সমালোচনা করতে শুরু করেন।
প্রিয়াংকার মা মধুর কথায়, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান। সেই সময়টা খুবই কষ্টে কেটেছে দিন। কিন্তু প্রিয়াংকা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন। এবং সব আত্মীয়কে থেকে যেতে বলেছিলেন। কারণ, ওর বাবাও এমনটাই চাইতেন।’
অভিনেত্রী চেয়েছিলেন, তার মা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুক। এবং সেই কারণেই তিনি ডিজে এবং সঙ্গীতের মাধ্যমে এই জমকালো পার্টির আয়োজন করেন। তবে, পরিবারের বাকি সদস্যরা এতে অসন্তুষ্ট হয়েছিলেন। কেউ কেউ এমনো বলেছিলেন, ‘স্বামীর মৃত্যুতে কোনো দুঃখ নেই?’
প্রসঙ্গত, প্রিয়াংকা চোপড়ার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০১৩ সালে মারা যান। অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।