Logo
Logo
×

বিনোদন

জাভেদের কথা শুনে ভয়ে কাঁপছিলেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:২২ পিএম

জাভেদের কথা শুনে ভয়ে কাঁপছিলেন কঙ্গনা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও বর্ষীয়ান লেখক-চিত্রনাট্যকার জাভেদ আখতারের সমীকরণ সবারই জানা। তাদের মধ্যে কখনই মধুর সম্পর্ক ছিল না। রাজনৈতিক মতাদর্শেও দুজনে বিপরীতমুখী। কিন্তু এবার ছন্দপতন নয়। একই ছবিতে ধরা দিলেন কঙ্গনা ও জাভেদ। সেই ছবি আবার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা যায়, কঙ্গনা ও জাভেদের মুখে হাসি। অথচ একটা সময় জাভেদ-কঙ্গনার সম্পর্ক তিক্ততা তৈরি হয়।

২০২০ সালে এক সাক্ষাৎকারে জাভেদ আখতার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, জাভেদ আখতার আমাকে তার বাড়িতে ডেকে পাঠান ও বলেন— রাকেশ রোশন এবং ওর পরিবার খুব প্রভাবশালী। তুমি যদি ওদের কাছে ক্ষমা না চাও তা হলে তোমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এখানেই শেষ নয়; কঙ্গনা বলেন, জাভেদ আমাকে বলেছিলেন— তোমাকে জেল পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তুমি। আত্মহত্যা করতে বাধ্য হবে। তিনি বলেন, আমার ওপর চিৎকার করেছিলেন লাগাতার, ধমকও দিয়েছিলেন। আমি তো ওর ঘরে কাঁপছিলাম বসে বসে।

কঙ্গনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তারপর থেকে দুজনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যস্থতায় রাজি হন দুজনেই। অবশেষে শুক্রবার সেই আইনি লড়াইয়ে ইতি টানলেন কঙ্গনা ও জাভেদ।

ঘটনা ২০১৬ সাল। খবরের শিরোনামে বারবার উঠে আসছিলেন অভিনেতা হৃতিক রোশন ও কঙ্গনা। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের বাড়িতেই কঙ্গনা ও হৃতিকের মুখোমুখি কথা বলার ব্যবস্থা করেছিলেন জাভেদ। রোশন পরিবারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এ বিষয়ে উদ্যোগী হন গীতিকার।

জাভেদ আখতার জানিয়েছেন, কঙ্গনা ক্ষমা চেয়েছেন বলেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে অভিনেত্রী বলেছিলেন— আমার কারণে জাভেদ আখতার মহাশয়কে যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। চলচ্চিত্র জগতে তিনি একজন খ্যাতনামা বর্ষীয়ান শিল্পী, তাকে আমি শ্রদ্ধা করি।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম