Logo
Logo
×

বিনোদন

কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হতে চলেছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের দুবছরের মাথায় অভিনেত্রী নিজেই সুখবরটি জানিয়েছেন।  

ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়- সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। সঙ্গে লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। বলিউডের একাধিক তারকাও এ হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে এই তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কিয়ারার শেয়ার করা ছবিতে কমেন্ট বক্সে অপু লিখেছেন, ‘স্বাগতম।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি। 

২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার সেটে দেখা হয় কিয়ারা ও সিদ্ধার্থের। দুজনে শুটিং চলাকালেই ডেটিং শুরু করেছিলেন বলে জানা যায়। 

তবে প্রেমের সম্পর্ক নিয়ে তখন মুখ খোলেননি কেউ-ই।  বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।  ২০২২ সালে ‘কফি উইথ করণ’-এর একটি শো-তে তিনি জানান, সিদ্ধার্থ কিয়ারার সঙ্গে ডেটিং করছেন। 

এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। 

আগামীতে কিয়ারাকে দেখা যাবে ‘ডন-৩’ সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে ‘পরম সুন্দরী’ সিনেমা নিয়ে আসছেন সিদ্ধার্থ মালহোত্রা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম