শাহরুখের সঙ্গে কাজলের রাতযাপনের দৃশ্য নিয়ে এত বছর পর আলোচনায় অবাক করণ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর সবসময় স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন। মতামতও রাখেন স্পষ্ট। একাধিক সফল সিনেমা তার ঝুলিতে থাকলেও সমালোচকেরও অভাব নেই। দীর্ঘদিন পর তার ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমা নিয়েও যে সমালোচনা হবে তা কখনো ভাবেননি পরিচালক।
বিশেষত যৌন অভিরুচির জন্য প্রায়ই কটাক্ষ ধেয়ে আসে করণ জোহরের দিকে। এ পরিচালক বলেন, তিনি জন্মগত নারীবাদী। জন্মের পর থেকেই লিঙ্গসাম্যে বিশ্বাস করে এসেছেন তিনি। তবে তার কিছু সিনেমায় পুরুষতন্ত্রের জয়জয়কার হয়েছে বলেও সমালোচনা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে— ‘কুছ কুছ হোতা হ্যায়’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’ তৈরি করার পর অভিনেত্রী শাবানা আজমি আপত্তি জানিয়েছিলেন। আমি কিন্তু বিষয়টি নিয়ে ভেবেছিলাম। কারণ মননে, চেতনে ও অস্তিত্বে আমি আদ্যোপান্ত নারীবাদী। আমি সবসময়ে লিঙ্গসাম্যে বিশ্বাস করি।
এ পরিচালক বলেন, সঠিক লিঙ্গ রাজনীতিতে বিশ্বাস করি আমি। তাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আমার যা বলার দরকার ছিল, সেই সিনেমার মাধ্যমে আমি বলেছি। এটা শুধু পারিবারিক বিষয় নিয়ে একটা সিনেমা নয়; এটা পুরুষতন্ত্রকে সমালোচনা করার জন্যই এ সিনেমা তৈরি করা।
তবে করণ জোহরের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমাতেও একটি বিশেষ দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল। একটি দৃশ্যে কাজল অভিনীত চরিত্র ‘সিমরন’ মদ্যপ হয়ে রাজের (শাহরুখ অভিনীত চরিত্র) সঙ্গে রাতযাপন করেছিল। সেই রাতের পর রাজ দাবি করে এবং সিমরনকে বিশ্বাস করায় সে কুমারিত্ব হারিয়েছে। এ দৃশ্যটি নিয়ে সমালোচনা হয়েছিল বিভিন্ন মহলে।
সেই দৃশ্য নিয়ে করণ জোহর বলেন, আমরা সবাই সেটে ছিলাম ওই দৃশ্যের শুটিংয়ের সময়ে। আমি নিশ্চিত করে বলতে পারি— সেই সময়ে আমরা কেউ ভাবিনি এত বছর পর এই দৃশ্য নিয়ে এভাবে আলোচনা হবে। সবাই খুব সততার সঙ্গেই কাজটা করেছিলেন।