সন্তান নেওয়ার বিষয়ে দীপিকার কাছে কী আবদার ছিল রণবীরের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির গত ফেব্রুয়ারি মাসেই সংসারের নতুন অতিথি আসতে চলেছে বলে খবর প্রকাশ হয়েছিল। এর পর থেকেই শুরু হয় জল্পনা। অবশেষে গতকাল রোববার এলো সেই সুখবর— কন্যাসন্তানের মা হলেন দীপিকা।
এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান বিষয়ে এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন রণবীর সিং, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভক্ত-অনুরাগীরা সেই সাক্ষাৎকারে কী বলেছিলেন অভিনেতা জেনে নিন।
সেই সময় দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। আর এমনই সময়ে কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে রণবীরের বলা কিছু কথা নতুন করে ভাইরাল হয় অন্তর্জালে। সন্তান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন— ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর সন্তানও হবে।
দীপিকার কাছে আমার একটিই আবদার— আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। সে জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তা হলে মিষ্টি মেয়ে হবে।
রণবীরের চাওয়া পূর্ণ হয়েছে, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছিলেন— ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্য বীর সিং।