কন্যাসন্তান জন্মের পর শ্বশুরকে ফোন করে কেন ক্ষমা চেয়েছিলেন শহিদ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম
বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুতের দাম্পত্য জীবন ৯ বছর কেটে গেল। ২০১৫ সালের ৭ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের এক বছর মাথায় তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। নাম রাখেন মিশা। কন্যাসন্তান হওয়ার অনুভূতি অসাধারণ। মেয়ে হওয়ার পরেই শহিদের কল্পনায় আসে— এই একরত্তি মেয়েরও একদিন বিয়ে হয়ে যাবে। পাশাপাশি আগামী ৩০ বছরের ছবিও তার চোখের সামনে ভাসতে দেখেন তিনি। মেয়ে জন্ম নেওয়ার পর শহিদের প্রথম প্রতিক্রিয়া জানান পুরোনো এক সাক্ষাৎকারে। সেখানে তিনি শ্বশুরের কাছে ক্ষমা চান।
মিশা জন্মের পরই শহিদ নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন। কন্যাসন্তান হওয়ার জন্যই তড়িঘড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান তিনি। এর পেছনে রয়েছে ক্ষমা চাওয়া সেই মজার ঘটনা।
শহিদ বলেন, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল শহিদের মনে। কারণ এবার তিনিও মেয়ের বাবা। তাই ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে, তাই আগভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন।
এ অভিনেতা আরও বলেছিলেন— মেয়ে হয়েছে শুনেই ফোন করি। এক বছর আগে আমার বিয়ে হয়েছিল। মীরার বাবাকে ফোন করে বলি— ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন।‘
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেন শহিদ-মীরা। ২০১৬ সালের ২৬ আগস্ট তাদের কোল আলো করে আসে মিশা। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জ়েইনের জন্ম দেন মীরা।