এ মুহূর্তে সিনেমাজগত থেকে দূরে আছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর। এ দম্পতি পরিবার নিয়ে ছুটি কাটাতে লন্ডনে গেছেন। সেখানে একটি সমুদ্রসৈকতে শুয়ে আছেন কারিনা কাপুর। চোখে রোদচশমা। মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। আর নীল রঙের বিকিনি পরে রৌদ্রস্নানে তিনি। এভাবেই শরীরে রোদ মেখে নিচ্ছিলেন কারিনা। আর ছবি তুলবেন বলে মুখের সামনে ধরেছিলেন ক্যামেরা —এমন ছবিই দেখা যায় গণমাধ্যমে। এ নিয়ে চারদিকে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। যদিও পরে সেই ছবি নষ্ট করে ফেলেন সাইফ।
আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে সাইফ-কারিনা দম্পতি পরিবার নিয়ে ছুটি কাটাতে লন্ডনে অবস্থান করছেন। সঙ্গে তাদের দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর। সামাজিকমাধ্যমে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন বেবো। সেখানে একটি সমুদ্রসৈকতে নীল রঙের বিকিনি পরে রৌদ্রস্নানে তারা। এভাবেই শরীরে রোদ মেখে নিচ্ছিলেন কারিনা। আর ছবি তুলবেন বলে মুখের সামনে ধরেছিলেন ক্যামেরা— এমন ছবিই গণমাধ্যমে ভাইরাল। এ ছবি নিয়ে চারদিকে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। যদিও পরে সেই ছবি নষ্ট করেন সাইফ আলি খান।
এর আগে কারিনা কাপুরের শাশুড়িও ষাটের দশকে বিকিনি পরে সমুদ্রস্নান ছবি তুলে দেশজুড়ে সমালোচিত ছিলেন। বলিউডের মূলধারার নায়িকাদের মধ্যে প্রথম ছিলেন শর্মিলা ঠাকুর। ষাটের দশকে দাঁড়িয়ে ‘টু পিস’। এই বিকিনি পরে শুট, তা নিয়ে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। আজও সেই ঘটনাবলির ধারাবাহিকতা মনে রয়েছে তার। কারণ মানুষই তাকে ভুলতে দেননি। বারবার আলোচনা-সমালোচনা, নিন্দা, ধিক্কার, চোখ রাঙানির মুখোমুখি হয়েছেন তিনি। যদিও এই পোশাকে দেখে স্বামী মনসুর আলি খান পদৌতি তাকে দিয়েছিলেন সাহস।
সমুদ্রস্নানে কারিনা কাপুর বিকিনি পরে। চোখে রোদচশমা। মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। সমুদ্রের ধারে অভিনেত্রী এভাবেই রোদ মেখে নিচ্ছিলেন শরীরে। আর মুখের সামনে ক্যামেরা ধরেছিলেন। আর সাইফ আলির পরনে নীল রঙের শর্টস ও চোখে রোদচশমা। কিন্তু সেই ছবি নষ্ট করে দিলেন সাইফ আলি খান। ছবির ক্যাপশনে কারিনা লেখেন—‘ ছবি নষ্ট করলেন যিনি, তার সঙ্গেই এই ছবি।‘
উল্লেখ্য, কারিনাকে শেষ দেখা গেছে ‘ক্রু’ ছবিতে। এ ছবি নিয়ে সম্প্রতি তার শাশুড়ি তথা অভিনেত্রী শর্মিলা ঠাকুর মুখ খুলেছেন এক সংবাদমাধ্যমে। তার মতে, এই ছবিতে কোনো যুক্তি নেই। তবে এ ছবিতে তিন মহিলার মধ্যে বন্ধুত্ব খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তিনি জানান, মহিলাদের জন্য আরও এ ধরনের ছবি তৈরি হওয়া উচিত।