Logo
Logo
×

বলিউড

রেকর্ডের ঘরে প্রভাস-দীপিকার ‘কল্কি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:০৭ এএম

রেকর্ডের ঘরে প্রভাস-দীপিকার ‘কল্কি’

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গিয়েছিল- বিশেষ করে ট্রেলার মুক্তি পাওয়ার পর। আর ছবি মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এ ছবিটি।

বৃহস্পতিবার মুক্তির দিন ভারতীয় বক্স অফিসে প্রায় ১০০ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি আয় করে ফেলেছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে।

অন্যদিকে একই সঙ্গে জানা গিয়েছে বিশ্বজুড়ে এই ছবিটি প্রায় ১৮০ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে প্রথম দিনের নিরিখে কল্কি ২৮৯৮ এডি যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সাড়া পেয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি দর্শকদের থেকেও মোটের ওপর ভালোই প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের এ ছবিটি।

ছবিতে মুখ্য ভূমিকায় প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম