Logo
Logo
×

বলিউড

যে কারণে হবু জামাইকে বুকে টানলেন শত্রুঘ্ন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:৪৫ এএম

যে কারণে হবু জামাইকে বুকে টানলেন শত্রুঘ্ন

দু-দিন পর বিয়ে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের। বাবা-মার পছন্দ করা পাত্র নয়, ভালোবেসে ভিনধর্মে বিয়ে করছেন শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা। দীর্ঘ কয়েকদিন ধরে এ বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। মেয়ের বিয়েতে খুশি নন আসানসোলের তৃণমূল সংসদ সদস্য এমন কানাঘুষও শোনা গিয়েছে।

অবশেষে সব জল্পনায় ইতি পড়ল! হবু জামাইয়ের পাশে হাসি মুখে শত্রুঘ্ন, মেয়ের পছন্দই তার পছন্দ, বুঝিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা। কোথায় রাগ? কোথায় অভিমান? বৃহস্পতিবার রাতে জহির ইকবালের সঙ্গে একফ্রেমে শত্রুঘ্ন। দুজনেই বাড়ির বাইরে দাঁড়ানো পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন। ‘খামোশ’ করলেন নিন্দুকদের।

সোনাক্ষীর বিয়ের আগে প্রথমবারের মতো হবু জামাই জহির ইকবালের সঙ্গে বেশ খোশমেজাজেই পাওয়া গেল তারকা অভিনেতাকে।  শত্রুঘ্ন এবং জহির দুজনেই পাপারাজ্জিদের সামনে জড়িয়ে ধরে পোজ দিলেন। পাপারাজ্জিদের অনুরোধে হাসি মুখে নিজের জনপ্রিয় সংলাপ ‘খামোশ!’ বলতেও শোনা গেল তাকে। শ্বশুরের পদচিহ্ন অনুসরণ করে, ‘খামোশ’ বলেন জহিরও।

এদিন ক্যাজুয়াল পোশাকেই দেখা গেল জহিরকে। কালো টি-শার্ট আর ঢলা প্যান্টে সোনাক্ষীর হবু বর। ওদিকে বিয়ের আগে পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে চলছেন সোনাক্ষী। গাড়ি থেকে নেমে দৌড়ে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়েন তিনি। বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের একটি কথাও বলেননি।

এদিকে টাইমস নাও-কে শত্রুঘ্ন মেয়ের বিয়েতে তার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। শত্রুঘ্ন বলেন, ‘আমি অবশ্যই বিয়েতে উপস্থিত থাকব। কেন থাকব না? তার সুখ আমার সুখ এবং আমার খুশিতেই ওর আনন্দ। নিজের জীবনসঙ্গী এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে সোনাক্ষীর। আমি দিল্লিতে আমার রাজনৈতিক কাজের সঙ্গে অত্যন্ত জড়িত। আমি যে এখনও মুম্বাইয়ে রয়েছি, এটাই প্রমাণ করে যে আমি এখানে কেবল তার শক্তির স্তম্ভ হিসেবে নয়, তার আসল কবচ (বর্ম) হিসেবেও এসেছি’। মুসলিম পাত্রকে জামাই হিসেবে মেনে নেননি তিনি, মেয়ের বিয়েতে মত নেই তার- এগুলো ভুয় খবর স্পষ্ট জানান অভিনেতা।

সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী ও জহির।  সম্প্রতি তাদের বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হয়। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জহির। যদিও প্রেমের শুরু অনেক আগে। সালমান খানের এক পার্টিতে কাছাকাছি আসেন তারা। কাকতালীয়ভাবে সালমানের হাত ধরেই দুজনে অভিনয় সফর শুরু করেছেন। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুর ছেলে জাহির। বিয়েতে হাজির থাকবেন ভাইজানও। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম